Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

 

 

ক্রমিক নং

প্রদেয় সেবা

সেবাগ্রহিতা

সেবাপ্রাপ্তির জন্য করনীয়

সেবাপ্রদানকারীর করনীয়

কার্যসম্পাদনের সময়সীমা

০১

ক) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি

 

খ) উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার কমিটি

 

গ) প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন

 

উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য

বিভিন্ন শিক্ষা/ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ

করণীয় নেই

নির্দেশনা ও নীতিমালা মোতাবেক কমিটী গঠন করা

১ জুলাই

 

 

০২

 

সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন

 

 

এলাকার দুঃস্থ জনগন এবং সাধারন জনগন

করণীয় নেই

 

কর্মসূচী আরাম্ভ করার পূর্বে পরিপত্র মোতাবেক উপকারভোগীদের তালিকা তৈরি করা।

১৫ দিন

 

০৪

কাবিখা/কাবিটা/টি,আর / ইজিপিপি কর্মসূচীর আওতায় প্রকল্প বাস্তবায়ন

স্থানীয় জনগোষ্টী/ দুঃস্থ জনগণ

 

 

নিদ্ধারিত সময়ের মধ্যে প্রকল্প তালিকা দাখিল করতে হবে

কর্মসূচীর বাস্তবায়ন নীতিমালা মোতাবেক বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন

১৫ দিন /বাস্তবায়ন পরিপত্র/ বরাদ্দপত্রের নির্দেশনা মোতাবেক

০৬

দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগনের জন্য সাহায্য প্রদান

দুর্যোগে কবলিত জনগোষ্টী

করণীয় নেই

তাৎক্ষনিক খাদ্য ও ত্রানসামগ্রী প্রদান

 

তাৎক্ষনিক

০৭

তথ্য প্রদান ও সরবরাহ

 

 

 

উপজেলার কর্মকর্তা/ কর্মচারী এবং সকল স্তরের জনগন

ইউ এন ও এর বরাবরে পূর্ন নাম- ঠিকানাসহ সুস্পষ্ঠ কারন উল্লেখ করে লিখিত আবেদন করতে হবে।

 

৬নং কলামে বর্ণিত সময়ের মধ্যে প্রদানযোগ্য তথ্য প্রদান/সরবরাহ করন।

 

সম্ভব হলে তাৎক্ষনিক; না হলে সর্বোচ্চ ৭ (সাত) কার্যদিবস

 

 

 

 খাত সমূহঃ 

ক) গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচী(কাবিখা/কাবিটা)

খ) গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচী(টি, আর)।

গ) অতিদ্ররিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী।

ঘ) জি, আর(চাল/ নগদ অর্থ)।

ঙ) ভি,জি,এফ ।

চ) মানবিক সহায়তা ( খাদ্যশস্য, ঢেউটিন, কম্বল, গৃহ নির্মান এবং অর্থ সহায়তা)।

ছ) গ্রামীণরাস্তায়ছোটছোট(১২মিটারদৈর্ঘ্যপর্যন্ত) সেতু/কালভার্টনির্মাণ প্রকল্প ।

জ) বন্যায় আশ্রয় কেন্দ্র নির্মাণ।

ঝ) আবাসন নির্মাণ।

ঞ) গুচ্ছ গ্রাম নির্মাণ।

ট) পূর্নবার্সন।